Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় মেলা’র নামে অশ্লীলতার আয়োজন রুখে দিলো তৌহিদী জনতা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৮ পিএম

সাধারণ মুসল্লি, ক্ষুদ্র ব্যবসায়ী ও ইমাম পরিষদের লাগাতার আন্দোলনের মুখে বন্ধ হলো খালিশপুর চিত্রালী শ্রমিক ময়দানের আনন্দ মেলা। মেলা বন্ধের দাবিতে সাত বাজার ব্যবসায়ী সমিতি, ইমাম পরিষদ, বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদের নির্বাহী কমিটির সদস্যরা লাগাতার কর্মসুচির ডাক দেয়া হয়। অন্যদিকে ২৮ ফেব্রুয়ারী মেলা উদ্বোধনের দিন ঘোষনা করে মেলার আয়োজক কমিটি খুলনা জুট ওয়ার্কাস ইন্সটিটিউট। খালিশপুর চিত্রালী শ্রমিক ময়দানে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী এবং ৫১ তম স্বাধীনতা পূর্তি উপলক্ষে স্মার্ট বিজয় আনন্দ মেলার নামে হাউজি, জুয়া, র‌্যাফেল ড্র, সার্কাস আয়োজনের প্রস্তুতি নিয়েছিল মেলা কমিটি।
আজ মঙ্গলবার সকাল থেকে টানটান উত্তেজনা বিরাজ করছিল শিল্পাঞ্চল খালিশপুরে। মেলা বন্ধের জন্য সকাল থেকে খালিশপুর বণিক সমিতি ও ইমাম পরিষদ মাইকিং করে। বেলা ২ টা থেকে সাত বাজার ব্যবসায়ীরা ৪ ঘন্টা দোকান পাট বন্ধ করে আন্দোলনের স্থান খালিশপুর বণিক সমিতির কার্যালয়ের সামনে সমবেত হয়। আন্দোলন কারীরা খন্ড, খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে মেলা বন্ধ করার দাবি জানান। অন্যদিকে, খালিশপুর ইমাম পরিষদের নেতারা পিপলস গোল চত্বরে সমবেত হয়। দুই দিক থেকে চলতে থাকে মেলা বন্ধ করার স্লোগান। অবস্থার বেগতিক দেখে মেলা উদ্ধোধন থেকে বিরত থাকে মেলার আয়োজকরা। এ সময় সাত ব্যবসায়ীসহ খালিশপুরের ক্ষুদ্র ব্যকসায়ীরা, ইমাম পরিষদের নেতা কর্মী এবং এলাকার সাধারণ মানুষসহ প্রায় অর্ধলক্ষ আন্দোলনকারী এক সাথে মিছিল নিয়ে মেলার মাঠে যায় সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন খালিশপুর থানা ইমাম পরিষদের সভাপতি মাওলানা ক্বারামত আলী, খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃ মতিন বাচ্চু বণিক সমিতির সাাঃ সম্পাদক সাহিদুর রহমান সাহিদ, ৭ নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন, সাঃ সম্পাদক ফরিদ আহমেদ ফুল মিয়া, পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি হাসান হাফিজুর রহমান, সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা, খালিশপুর হর্কাস ইউনিয়নের সভাপতি জামাল মুন্সি, সাঃ সম্পাদক রবিউল ইসলাম, হাউজিং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খোদাবক্স কোরাইশি কাল্লু, সাঃ সম্পাদক কামাল হোসেন, আলমনগর বাজার সমিতির সাঃ সম্পাদক নাজমুল আলম নাজু, খালিশপুর নিউমার্কেট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাঃ সম্পাদক মোঃ আল আমিন।এ ছাড়া বণিক সমিতির নেতা গাজী মোশারেফ হোসেন, মহিব্বুর রসুল, হান্নান ডাকুয়া, গোলাম মোস্তফা, আবু হানিফ, সিরাজুল ইসলাম লাভলু, শাজাহান খান সাজু, আবুল কালাম, মুরাদ হোসেন, আতিয়ার শেখ। এ সময় বক্তারা মেলার নামে জুয়া, হাউজি, যাত্রাপালা, পুতুল নাচ, চরকিসহ অসামাজিক ঘটনা ঘটতে দেয়া হবে না বলে উল্লেখ করেন।
খালিশপুর থানার ওসি আলহাজ্ব মনির উল গিয়াস জানান, মেলা বন্ধ করা হয়েছে। মেলার আয়োজকেরা সন্ধ্যা থেকে মেলার সরঞ্জাম সরিয়ে নেয়ার আশ্বাস দিলে আন্দোলন কারীরা তাদের আন্দোলন স্থগিত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ