বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর মান্দায় হাতকড়া ও ডান্ডাবেড়ি নিয়েই বাবার জানাজায় অংশ নিলেন ছেলে জামায়াত নেতা মাইনুল ইসলাম ওরফে জব্বার (৪৫) । বাবার মৃত্যুসংবাদ পেয়ে সোমবার বিকেলে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি নুরুল্যাবাদ ইউনিয়নের নুরুল্যাবাদ (ডাঙ্গাপাড়া) এলাকায় জানাজায় উপস্থিত হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নাশকতা মামলার আসামি জামায়াত নেতা মাইনুল ইসলামের বাবা আমির উদ্দিন প্রামাণিক বার্ধক্যজনিত কারণে সোমবার ভোররাতে নিজ বাসভবনে মারা যান। এ সময় মাইনুল ইসলাম নওগাঁ কারাগারে ছিলেন।
স্বজনেরা জানান, শেষবার বাবাকে দেখতে ও জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে নওগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসানের কাছে আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে তাঁকে ৫ ঘন্টার জন্য মুক্তি দেয়া হয়েছিল।
আদেশের পর সোমবার বিকেলে কড়া পুলিশ পাহারায় নওগাঁ কারাগার থেকে তাঁকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের নুরুল্যাবাদ (ডাঙ্গাপাড়া) গ্রামে নিয়ে আসা হয়। এরপর বিকেল ৫টার দিকে বাবার জানাজায় অংশ নেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারোলে মুক্তি পেয়ে বিকেল ৪টার দিকে নিজ বাড়ির পাশে বাবার জানাজাস্থলে উপস্থিত হন মাইনুল ইসলাম। বিকেল ৫টার দিকে হয় জানাজা। বাবার দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাঁকে। পুরোটা সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন মাইনুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বৈঠকের সময় উপজেলার পশ্চিম নুরুল্যাবাদ হাজীপাড়া গ্রামের মসজিদ থেকে মাইনুল ইসলামসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের ১৫জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে মাইনুল ইসলাম নওগাঁ কারাগারে হাজতবাস করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।