প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘বাংলা হাইপ’ মুক্তির পর, নতুন গান ‘ফেরারি ফোক’ নিয়ে হাজির হলেন হিপহপ জগতের জনপ্রিয় শিল্পী ব্ল্যাক য্যাং। ব্ল্যাক য্যাং-এর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। ‘ফেরারি ফোক’গানটির গীতিকার ব্ল্যাক য্যাং নিজে। গানটির সঙ্গীত পরিচালনা করেছে এম ও জি যি (লস এঙ্গেলেস) এবং মিক্স মাস্টার করেছেন আরডনিক্স। গানটির মাধ্যমে যারা কষ্ট করে অর্জন করে তাদেরকে উৎসাহিত করা হয়েছে। এই গানের মাধ্যমে হিংসা ও বিদ্বেষকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াকে তুলে ধরা হয়েছে। নতুন গান নিয়ে ব্ল্যাক য্যাং বলেন, শুধুমাত্র বাংলাদেশই নয় সারা বিশ্বের সকল র্যাপ ফ্যানদের জন্য আমার এই গান। একজন আর্টিস্টের জার্নি এই গানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ‘ফেরারি ফোক’ শ্রোতাদের মধ্যে আশানুরূপ প্রভাব ফেলছে বলেই শুনতে পেয়েছি। এটা আমার জন্য একটি বড় প্রাপ্তি। আমার করা ৭ম সিঙ্গেল গান ‘ফেরারি ফোক’। এর আগে আমার শেষ গান ‘বাংলা হাইপ’ ২০২১ সালে মুক্তি পেয়েছিল। ঈদের সময়টাতে আমি বেশ কিছু যৌথ উদ্যোগের কাজ করবো। র্যাপ ঘরানার ফ্যানদের জন্য নতুন চমক নিয়ে আসছি। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে বিগত ১৫ বছর বাংলাদেশে হিপ হপ র্যাপিং নিয়ে কাজ করছেন ব্ল্যাক য্যাং ওরফে আসিফুল ইসলাম সোহান। ২০১৫ সালে মার্কিন পররাষ্ট্র দফতর একটি সাংস্কৃতিক বিনিময় সফরের আয়োজন করেছিল, যেখানে ছয়টি বিভিন্ন দেশের শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ব্ল্যাক য্যাং। ২০১৭ সালে, তিনি যুক্তরাজ্যে একটি উৎসবে অংশ নিয়েছিলেন এবং ২০১৯ সালে ভারতের মুম্বাইয়ে শো করে অনেক প্রশংসা অর্জন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।