Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ ফুট উচ্চতার ২৩ বছরের অভিনেতা দিপু!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

উচ্চতা তিন ফুট এবং দেখতে ছোট বাচ্চার মতো হলেও রিথান আহমেদ দিপুর বয়স ২৩। তিনি অভিনয় করেন। ইউটিউবে তার অভিনয় করা বিভিন্ন নাটক ও অনুষ্ঠানের মিলিয়ন মিলিয়ন ভিউ। নতুন ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যায়। ইউটিউবে তার পারফরম্যান্স দেখে চলচ্চিত্র অভিনয়ে সুযোগ করে দেন মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল। তার জন্য আলাদা চরিত্র সৃষ্টি করে সিনেমায় দিপুকে তুলে ধরেছেন। এ পর্যন্ত দিপুকে তিনটি সিনেমায় সুযোগ দিয়েছেন। সিনেমাগুলো হচ্ছে, যেমন জামাই তেমন বউ, ঘর ভাঙা সংসার ও জিম্মি। সিনেমাগুলো এ বছরই মুক্তি পাবে। দিপু বলেন, শুরুতে নিজ থেকেই অভিনয় ও নাচের ভিডিও বানিয়ে নিজের ফেসবুক পেজে ছেড়ে দিতাম। সেখান থেকে ইউটিউবে ছড়িয়ে পড়ত এবং ভাইরাল হয়ে যেত। এতে উৎসাহিত হয়ে একের পর এক ভিডিও বানাতে থাকি। ইউটিউবে প্রায় দুইশ’ নাটকে অভিনয় করি। এগুলো দেখে ডিপজল মামা আমাকে ডেকে সিনেমায় সুযোগ করে দেন। তিনটি সিনেমায় সুযোগ পেয়েছি। সামনে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করব। আমার ইচ্ছা, সিনেমায় কাজ করা। দীপু জানায়, তার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই। সে যে ব্লগ ও ভিডিও করে তা তার ফেসবুক পেজ ‘ছোট দিপু’তে আপলোড করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ