Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মিঠাই’ ছাড়ছেন সৌমিতৃষা? পোস্ট ঘিরে কানাঘুষা

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

টেলিভিশনের মিঠাই তথা অভিনেত্রী সৌমিতৃষার হঠাৎই একটা সোশাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। একটুকরো সাদা কাগজে তিনি লিখেছেন, ‘আই উইল মিস ইউ মাই রুম, সি ইউ অন টোয়েন্টি সিক্সথ ফেব্রুয়ারি’। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, আমি আমার এই ঘরটাকে মিস করবো ভীষণ। ২৬ ফেব্রুয়ারি আবার দেখা হবে। মিঠাই ধারাবাহিকে অভিনেত্রীকে দুটো রূপে দেখা গিয়েছে। একদিকে, তিনি যেমন মিঠাই। অন্যদিকে তেমনই আবার মিঠি। মিঠাই যেমন একেবারে আটপৌঢ়ে-ঘরোয়া। মিঠি আবার ঠিক উলটো। পোশাক পরিচ্ছদ থেকে স্মার্টনেস সবেতেই মিঠি বেশ নজরকাড়া। মিঠাইয়ের কথা বলার ধরন যেমন খানিক অন্যরকম, তেমনই মিঠির কথার মধ্যে একেবারে আধুনিকতায় ভরপুর। কিন্তু মিঠাইয়ের হঠাৎ এমন ঘর মিস করার কারণ কী? সাদা কাগজের টুকরোয় শুধুমাত্র ঘরের কথাই বলেনি। একইসঙ্গে দুটো ছবিও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। তারমধ্যে একটা ছবিতে দেখা যাচ্ছে সাজঘরে বসে মেক আপ তুলছেন অভিনেত্রী। আর একটায় হাতে হলুদ গোলাপের তোড়া নিয়ে মিঠাইয়ের সাজে তিনি। কিন্তু, প্রশ্ন একটাই চললেন কোথায়? কেউ বলছেন, মিঠাই ছাড়ছেন তিনি। কেউ আবার বলছেন, নিশ্চয়ই কোথাও ঘুরতে যাচ্ছেন মিঠাই। ঘুরে এসেই আবারও নতুন করে শুরু করবেন তাঁর কাজ। বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায়ও খানিক পিছিয়ে গিয়েছে মিঠাই। সেই কারণেই কি ধারাবাহিক ছাড়লেন মিঠাই? এমন জল্পনাও কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যদি সত্যিই তাই হয়, এবার কি তাহলে মিঠাই চরিত্রে নতুন কেউ? মিঠাই এমনিতেই দর্শকের ভীষণই পছন্দের চরিত্র। সংসার সামলানো থেকে ‘গোপালের’ মা হওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই অনবদ্য অভিনয় করে চলেছেন অভিনেত্রী। নানা রূপে তাঁকে দেখতেও অভ্যস্ত তাই দর্শক। ভক্তরাও তাই অত্যন্ত উদ্বেগে বলা যেতে পারে। ধারাবাহিকে নতুন মোড় এলেও, মিঠাইকেই বারবার দেখতে চেয়েছেন তারা। তাই মিঠাইকে যে সকলেই মিস করবেন তা বলাই যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ