Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

যে কারণে সম্ভব হয়নি ‘মিন গার্লস’ সিকুয়েল নির্মাণ

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কার না মনে আছে ২০০৪-এর টিন কমেডি ‘মিন গার্লস’-এর কথা? ২০০০ সালে আগে যাদের জন্ম বা বয়সে পরিণত তাদের অনেকেই ফিল্মটি দেখেছেন। এতে অভিনয় করেছিলেন লিনজি লোহান, রেচেল ম্যাকঅ্যাডামস, লেসি শাবের, এবং আমেন্ডা সাইফ্রিড। ফিল্মটির কাহিনী এবং শিল্পীদের প্রাণবন্ত অভিনয় এযাবৎ দর্শকদের মনে জায়গা করে আছে। স্বাভাবিকভাবেই ‘মিন গার্লস’-এর এক বা একাধিক সিকুয়েল বাণিজ্যিক সম্ভাবনাময় ছিল কিন্তু তা এখনও সম্ভব হয়নি। কিন্তু প্যারামাউন্ট পিকচার্স কেন সিকুয়েলের উদ্যোগ নিল না? আসলে স্টুডিও যে উদ্যোগ নেয়নি তা নয়। বাস্তবতা হল তারা অভিনেত্রীদের দাবি মত সম্মানী দিতে ঠিক রাজি নয়। সহজেই বোধগম্য প্রথম ফিল্মের অভিনেত্রীদের তারকামূল্য বেড়ে গেছে এবং ফিল্ম প্রতি তাদের আয়ও বেড়ে যায়। কিন্তু স্টুডিও তাদের এই দাবির কাছে হার মানতে রাজি ছিল না। চার অভিনেত্রী লিনজি লোহান, রেচেল ম্যাকঅ্যাডামস, লেসি শাবের, এবং আমেন্ডা সাইফ্রিডও কিন্তু সন্দিহান সিকুয়েল নির্মাণ হবে কীনা তা নিয়ে। এক সূত্র তাদের বরাত দিয়ে বলেছে, প্যারামাউন্ট পিকচার্স তাদের তারকামূল্য বুঝে সম্মানী দিতে রাজি নয়। চারজনই ফিরতে আগ্রহী ছিল কিন্তু প্যারামাউন্ট তাদের দাবিকে সম্মান জানায়নি। তাতেই আপাতত সিকুয়েল নির্মাণের সম্ভাবনা স্থগিত হয়ে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ