Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

১মার্চ সৎপুর কামিল মাদরাসার পঁচাত্তর বছর পূর্তি উদযাপন

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৮ পিএম

দিন, মাস, বছর, যুগ, অর্ধ শতাব্দির সীমানা পেরিয়ে পঁচাত্তর বছর পূর্তী উদযাপন করতে যাচ্ছে সিলেট বিভাগের একমাত্র দ্বীনী শিক্ষার অন্যতম মারকায সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা। এ প্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরবের পঁচাত্তর বছর পূর্তী উদযাপন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বইছে সাবেক বর্তমান ছাত্রসহ সংশ্লিষ্টদের মধ্যে।
দ্বীনি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রখ্যাত ওলী আশিকে রাসুল হযরত আল্লামা গোলাম হুসাইন সৎপুরী (রহ.)। সবুজ শ্যামল নিভৃত পল্লীতে ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৪৮ সালে প্রজ্জ্বলিত হয়েছিল এই দ্বীনি দরসগাহ। তারা ইতিহাসের পাতায় মাদরাসার গৌরবময় ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অফুরন্ত। হাজার হাজার মুহাদ্দিস, মুবাল্লিগ, হক্কানি আলিম ও নায়েবে নবী উপহার দিয়েছে এ মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে আজ দেশ-বিদেশে সমাজ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদসমূহে দায়িত্ব পালন করে যাচ্ছেন অনেকে। তাদের মিলনমেলায় বাড়তি আকর্ষণ ছড়াবে পচাত্তর বছর পূর্তী অনুষ্ঠানটি। পচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটি সমৃদ্ধ স্মারকও প্রকাশিত হবে। এছাড়াও রেজিস্ট্রেশন কারী শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী, বড়ছাহেব কিবলাহ ফুলতলী, প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ সরকারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি বক্তব্য রাখবেন, সিলেট-২আসনের সংসদ সদস্য মোকাব্বির খান এমপি, মক্কা মুকাররামার ইসলামিক ব্যক্তিত্ব শায়খ সায়্যিদ উবায়দুল্লাহ আল-আত্তাস, উজান ডিহি ভারতের পীর শাইখ সায়্যিদ জুনায়েদ আহমদ আল-মাদানী। এছাড়াও উপস্থিত থাকবেন দেশি-বিদেশি উলামা মাশায়েখ, বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ ব্যক্তিবর্গ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ