Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর প্রেমের সম্পর্কে যাবেন না সুবাহ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৭ পিএম

বিয়ে ছাড়া এই মুহূর্তে কোনো প্রেমের সম্পর্কে যাবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। আবার বিয়ের জন্য ভালো পাত্র পাচ্ছেন না তিনি। ভক্ত-শুভাকাঙ্খীদের নিজের জন্য পাত্র দেখতে বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে লাইভে ভক্তদের প্রশ্নে এ কথা জানিয়েছেন অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকা এই চিত্রনায়িকা।

সুবাহ বলেন, ‘পাত্র দেখেন। ভালো পাত্রই তো পাচ্ছি না। এভাবে বিয়ে করে আমি কি আবার ফেঁসে যাব? ভালো পাত্র দেখেন।’ তবে কোনো প্রেমের সম্পর্কে যাবেন বলেও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। বললেন, ‘কোনো রিলেশনশিপে যাব না।’

অবশ্য এখনও অনেকেই ফেসবুকে তাকে মেসেজ পাঠিয়ে বিয়ের প্রস্তাব দেন বলেও জানালে অভিনেত্রী। তিনি বলেন, ‘অনেকেই মেসেজ দেয় ফেসবুকে। যাদের অ্যাকাউন্ট আছে, মেয়েদের; তাকেই মানুষ, কিছু ছেলে আছে মেয়ে মানুষের ফেক অ্যাকাউন্টেও মেসেজ দেয়। এগুলো আসলে ডেট করার পাঁয়তারা। কিন্তু দেখা যায় বার্থডের সময় আসলে গিফ্ট দেয়ার সময় এলে সব সাইলেন্ট হয়ে গেছে।’

২০১৯ সালে নায়িকার খাতায় নাম লেখান সুবাহ। মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সমাধান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। তবে সুবাহ মডেলিং ও অভিনয় দিয়ে যতটা নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। ফেসবুক লাইভে এই সম্পর্ক নিয়ে নানা তথ্য জানিয়েছিলেন তিনি।

এরপর ২০২১ সালে সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বাঁধেন ঘর। তবে এই সম্পর্কও টেকেনি তার সুবাহ। এখন পর্যন্ত ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। গত বছর মুক্তি পায় তার তৃতীয় চলচ্চিত্র ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ