প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশে বহুদিন ধরেই হিন্দি সিনেমা আমদানি নিয়ে তর্ক-বিতর্ক চলছে। তবে সম্প্রতি চলচ্চিত্রের ১৯টি সংগঠন বিদেশী সিনেমা আমদানির বিষয়ে একমত হয়েছে। তবে এর বিরোধিতাও অনেকে করছেন। তার মধ্যে অন্যতম বিশিষ্ট চলচ্চিত্রকার দেলোয়ার জাহান ঝন্টু, মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল, খিজির হায়াত খান। গত শনিবার দেলোয়ার জাহান ঝন্টুসহ বেশ কয়েকজন শিল্পী, নির্মাতা-প্রযোজক হিন্দি সিনেমা আমদানির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন। ব্যানারে ‘বরকতেরই আপন দেশে হিন্দি/উর্দু সর্বনেশে’ শিরোনাম দিয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে বিভিন্ন দাবি উত্থাপন করে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, হল মালিকেরা হল ব্যবসায়ী। তারা আমাদের সিনেমা নামিয়ে দিয়ে পাঠান চালাতে চায়। পাঠান ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা। আর সেই সিনেমা আমাদের দেশে চলবে কেন? এই সিনেমা যারা আনতে চাচ্ছে তারা রাজাকারের থেকেও খারাপ। এই ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা আমাদের দেশে চলবে না। খিজির হায়াত খান বলেন, কিছুদিন আগে যারা কাফনের কাপড় পরে হিন্দি সিনেমার বিরুদ্ধে ছিলেন, তারাও আজ হিন্দি সিনেমা চালাতে চান। তারা আবার প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির নেতা। আমাদের নেতারা এই মুহূর্তে পিকনিক করেন। এই মুহূর্তে তারা কেন পিকনিক করবেন? তারা কেন আমাদের সঙ্গে নেই? সামনে সিনেমা মুক্তি দেব হল পাই না আরা তারা পিকনিক করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, সিনেমা বানিয়ে আমরা কি দোষ করেছি? দোষ করে থাকলে বলুন, আমরা সিনেমা বানানো বন্ধ করে দেব। আর হলে হিন্দি সিনেমাই চলুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।