প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাড়ে চার মাসের ধুন্ধুমার লড়াই, ঝগড়ার পর অবশেষে বিগ বস সেরার শিরোপা উঠল এমসি স্ট্যানের মাথায়। পাঁচজন দাপুটে প্রতিযোগীকে হারিয়ে সেরার তাজ অর্জন করলেন এমসি স্ট্যান। ১২ ফেব্রুয়ারি ছিল বিগ বস ১৬-এর গ্র্যান্ড ফিনালে। শো-এর হোস্ট সালমান খানের থেকে ট্রফি নিলেন র্যাপার এমসি স্ট্যান ওরফে আলতাফ শেখ। ১৭ জন প্রতিযোগীকে নিয়ে গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছিল বিগ বস সিজন ১৬। সকলকে পিছনে ফেলে গ্র্যান্ড ফিনালেতে সেরা ৫-এ পৌঁছে যান এমসি স্ট্যানসহ প্রিয়াঙ্কা চাহার, অর্চনা গৌতম, শিব ঠাকরে এবং শালিন ভানোত। প্রথম থেকে প্রিয়াঙ্কাকে নিয়ে টানটান উত্তেজনা চলছিল, অনুরাগীরা সবাই প্রত্যাশা করেছিলেন প্রিয়াঙ্কা নয়তো শিব জিতছেন। কিন্তু সবাইকে হারিয়ে বিজয়ীর খেতাব অর্জন করলেন এমসি স্ট্যান। দ্বিতীয় স্থানে রইলেন শিব ঠাকরে, এবং তৃতীয় স্থানে রইলেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি। প্রায় ৪০ কাজ সম্পত্তির মালিক এখন এমসি স্ট্যান। পুরস্কার হিসেবে পেলেন ৩১ লক্ষ টাকা, দামী গাড়ি এবং ঘোড়ার চোখের ট্রফি। কিন্তু কে এই এমসি স্ট্যান, জানেন কী, রইল তাঁর পরিচয়! পুনের বাসিন্দা এমসি স্ট্যান হলেন একজন স্ট্রিট র্যাপার। ১২ বছর বয়সে তিনি সঙ্গীতের যাত্রা শুরু করেন। সেই সময় কাওয়ালি গাইলেও তাঁর গাওয়া ‘ওয়াটা’ এবং ‘খুজা মাত’-গানের মাধ্যমে প্রথম লাইমলাইটে উঠে আসেন এমসি। যুব সমাজের মধ্যে দারুণ পরিচিত এমসি স্ট্যান। র্যাপ জগতে তিনি ‘বিফ কিং’ হিসেবে পরিচিত। তাঁর ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬.০৮ মিলিয়ন। গত বছর প্রাক্তন প্রেমিকা অজমা শেখের সঙ্গে তাঁর বিচ্ছেদের সংবাদের অন্যতম শিরোনাম ছিল। কারণ ব্রেকআপের পরপরই, সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার বাড়ির ঠিকানা শেয়ার করেছিলেন তিনি। আর গায়কের এহেন পোস্টের পর এমসি স্ট্যানের কিছু ভক্ত মেয়েটির বাড়িতে গিয়েও হুমকি দিয়ে আসেন। অন্যদিকে অজমা সংবাদমাধ্যম কে বলেন, এমএস স্ট্যান তাঁর ম্যানেজারকে পাঠক তাঁর বাড়িতে হুমকি দেওয়ার জন্যে। এদিকে বিগ বস যাত্রার সময়, সাজিদ খান, শিব ঠাকুরে এবং আবদু রোজিকের সঙ্গে দারুণ বন্ধুত্ব হয় এমসির। সালমানও এমসি স্ট্যানের স্ট্রিট স্টাইলে মুগ্ধ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।