রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নরসিংদী জেলা গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক এড. শিরিনা আক্তার শেলী ও সদস্য সচিব জনিকে হটাও শিরোনামে রায়পুরা উপজেলা সদরে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে রায়পুরা উপজেলার গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা। উক্ত মানববন্ধনে রায়পুরা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মনিরুজ্জামান মানিক তার লিখিত বক্তব্যে শিরিন ও জনির বিরুদ্ধে সাংগঠনিক বিভিন্ন অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন এবং এদেরকে সংগঠন থেকে হটানোর দাবি জানান।
এ সময় অনেক নেতাকর্মীর হাতে শিরিন ও জনিকে হটাও নরসিংদীতে গণঅধিকার পরিষদকে বাঁচাও লিখিত পোস্টার ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। এ বিষয়ে নরসিংদী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট শিরিনা আক্তার শেলিকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, রায়পুরা উপজেলায় যারা আজকে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করেছে তারা সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে প্রবাসীদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে, যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল। এই জন্য রায়পুরায় পুনরায় আহবায়ক কমিটি দেয়া হয়েছে। এ সকল গুটিকয়েক নেতাকর্মীরা নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে বাধাগ্রস্ত হওয়ায় আমাদের প্রতি সংক্ষুব্ধ হয়ে এই ধরনের মিথ্যা প্রবাকা- চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আরেক অভিযুক্ত নরসিংদী জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জনিকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন- আমি এবং আমার সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট শিরিনা আক্তার শেলির বিরুদ্ধে যে সকল অপপ্রচার চালাচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য রায়পুরা উপজেলায় পুনরায় আহবায়ক কমিটি গঠন করে দিয়েছি। তবে সংক্ষুব্ধ নেতাকর্মীদেরকে অব্যাহতি বা বাদ দেয়া হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।