Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরুড়ায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কুমিল্লার বরুড়ায় কোমরে পিস্তল দেখিয়ে ভাইরাল ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। গত শনিবার দুপুরে বরুড়া বাজারের একটি কনফারেন্স রুমে বরুড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সামনে তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গত ১৯ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তর, দৈনিক সমকালসহ বিভিন্ন পত্রিকায় কয়েকটি অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনমূলক নিউজ প্রকাশিত হয়। যা সত্য নয়, প্রকাশিত ছবিটি আমার গাড়ি থেকে নেমে তারাহুরো করে বাসায় প্রবেশ করার সময় গাড়িতে থাকা আমার লাইসেন্সকৃত পিস্তলটি নিয়ে যাওয়ার সময় দুইজন সম্মানিত (সরকারি কর্মকর্তা) মেহমান উপস্থিত হলে তাৎক্ষনিক তাদের বরণ করার সময় একজন ছবিটি তোলে পেলে। এসময় কোন জনসাধারণের উপস্থিতি ছিলো না, পরে কে বা কারা আমার সম্মানহানি ও সামাজিকভাবে হেওপ্রতিপন্ন, শত্রুতার চরিতার্থ, অসৎ উদ্দেশ্যে ফেসবুকসহ বিভিন্ন পত্রিকায় ছবিটি দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। আমি পিস্তল দেখিয়ে কাউকে ভয় ভীতি প্রদর্শন বা ভাইরাল করিনি। এ ধরনের মিথ্যা সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ