রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চুয়াডাঙ্গায় ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও ডাউকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জবার বাবলু (৬৫) মারা গেছেন। গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পদযাত্রাকালীন সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের অদূরে হঠাৎ বুকের ব্যাথায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সলিমুল হাবিব সেলিম জানান, কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পদযাত্রাটি শুরু হয়। শহরের ভিমরুল্লাহ থেকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ দিকে যাওয়ার সময় পুলিশ লাইনের অদূরে হঠাৎ বুকের ব্যাথায় আব্দুল জব্বার বাবলু অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউপি চেয়ারম্যান ছিলেন। বর্তমান আলমডাঙ্গা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন। হাসপাতালের ডা. জোবাইদা জামান জয়া বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে আব্দুল জব্বার বাবলু নামে এক ব্যক্তি হাসপাতাল নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে হৃদরোগ আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।