Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

“ময়মনসিংহ রিপোর্টারস ইউনিটি”বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন-মোঃশামসুল আলম খান

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৫ পিএম

ময়মনসিংহ রিপোর্টারস ইউনিটির নব নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও বনভোজন অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি দৈনিক ইনকিলাবের স্পেশাল করেসপন্ডেন্ট আলহাজ্ব মোঃ শামসুল আলম খান বলেছেন,ময়মনসিংহের পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন হলো“ময়মনসিংহ রিপোর্টারস ইউনিটি”।যা দায়িত্বশীল কলম সৈনিকদের প্রাণের সংগঠন।এই সংগঠনের মাধ্যমেই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকরা একটি আধুনিক, প্রগতিশীল প্লাটফর্মে নিজেদের একীভূত করার সুযোগ পেয়েছে।ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এই কলম সৈনিকেরা অগ্রণী ভুমিকা পালন করবে। সেই সাথে আধুনিক প্রযুক্তি নির্ভর সাংবাদিকতায় নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দসহ এই অঞ্চলের কলমসৈনিকদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের জন্য ও সরকারের সকল প্রকার সহযোগীতারও আহবান জানান তিনি।

ময়মনসিংহ নগরীর মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রিপোর্টারস ইউনিটির নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও বনভোজন অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে এসব কথা বলেন।

আলহাজ্ব শামসুল আলম খানের সভাপতিত্বে ও সংবাদ প্রতিদিনের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি বুলবুল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ময়মনসিংহ রিপোর্টারস ইউনিটির সিনিয়র সদস্য এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা,আলহাজ্ব বাবুল হোসেন,জগদীশ চন্দ্র সরকার,এডভোকেট আনোয়ারুল হাসান খান রুমি,আব্দুল হাসিম,শেখ মহিউদ্দিন আহমেদ,জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

যথারীতি কুরআন তেলাওয়াত এর মাধ্যমে রিপোর্টারস ইউনিটির অভিষেক অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান মালায় দৈনিক স্বদেশ সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক আবুল কাশেম, দৈনিক কালের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টাস নিয়ামুল কবীর সজল, দৈনিক ভোরের ডাক পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি এ কে সালাহ উদ্দিন বেলাল, দৈনিক আমাদের অর্থনৈতি পত্রিকার স্টাফ রিপোর্টার আবদুল হাফিজ, সাপ্তাহিক পরিধির ভারপ্রাপ্ত সম্পাদক, আবদুস সামাদ আজাদী, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউল আলম, দৈনিক গনকন্ঠ পত্রিকার বুরো চীফ মো নাজমুল হুদা মানিক,, দৈনিক করতোয়া পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি নজিব আশরাফ, দৈনিক খবরপত্র পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি এম এ মোতালেব, দৈনিক স্বদেশ সংবাদের সাব এডিটর আজিজুর রহমান খোকন, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি জাকারিয়া তারেক, দৈনিক সবুজ পত্রিকার নির্বাহী সম্পাদক মইন উদ্দিন রায়হান, দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, দৈনিক ঢাকা টাইমস পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি আবদুল্লাহ আল আমিন, দৈনিক গনকন্ঠ ও দৈনিক দেশের খবরের সাব এডিটর ইব্রাহিম মুকুট, সাপ্তাহিক মোমেনশাহী পত্রিকার সম্পাদক মফিজ উদ্দিন, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম, দৈনিক জাহান পত্রিকার স্টাফ রিপোর্টার রাশিদ আহমেদ, দৈনিক গনকন্ঠ পত্রিকার ফুলবাড়িয়া প্রতিনিধি নুসরাত জাহান সাথী,সাপ্তাহিক পরিধি পত্রিকার স্টাফ রিপোটার সাইম উল্লাহ খান, দৈনিক প্রথম বাংলার নির্বাহী সম্পাদক সেলিম মিয়া সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ