Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের শিক্ষকের বাড়িতে স্ত্রীর দাবিতে মায়ের অনশন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৬ এএম

পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে স্ত্রীর দাবিতে এক শিশু শিক্ষার্থীর মা অনশনে বসেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর থেকে সদর উপজেলার শ্রীরামপুর ডাকাতিয়া খালগোরা গাজিবাড়িতে এ ঘটনা ঘটে।

অনশনে থাকা ওই নারী জানান, ছয় বছর আগে মেয়েকে পূর্ব কালীকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা-যাওয়ার সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রশিদের (৫০) সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। গর্ভবতী হলে তাকে একাধিকবার গর্ভপাত করান ওই শিক্ষক। তাদের সরা (কলমা) হলেও কাবিন করেননি।

প্রধান শিক্ষক মো. আবদুর রশিদের স্ত্রী তানিয়া বেগম বলেন, আমার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। স্বামীকে ফাঁসাতে মূলত এই নারীকে দিয়ে এই নাটক করছে একটি পক্ষ।

পূর্ব কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রশিদ বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ওই নারীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওই নারী আমার নামে ধর্ষণ মামলা করছে। যা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বেকসুর খালাস দিয়েছেন।

সদর উপজেলা মৌকরণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইদুল ইসলাম বলেন, শিক্ষক মো. আবদুর রশিদ দুটি বিবাহ করছে। শুনেছি আরেকজন নারী স্ত্রীর দাবিতে অনশনে বসেছেন। প্রমাণ না থাকায় আমরা কিছু বলতে পারছি না।



 

Show all comments
  • hassan ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৯ এএম says : 0
    বাংলাদেশ এখন জিনা-ব্যভিচারের দেশে পরিণত হয়েছে এর কারণ বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে চলে না চলে শয়তানের আইন দিয়ে এই মহিলা এবং পুরুষ যে কাজ করেছে কোরআনের আইন অনুযায়ী এদেরকে মাজা পর্যন্ত পুতে পাথর মেরে হত্যা করতে হবে সর্বসম্মুখে এবং টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে সব জায়গায় তাহলে কেউ এই কাজ করতে সাহস পাবেনা>>>>
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ