Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দি সিনেমার লাভের অংশ চাওয়া মুনাফিকের কাজ: ডিপজল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৯ এএম

ভারতীয় সিনেমা আমদানির পক্ষে অবস্থান নিয়েছে চলচ্চিত্র সম্পর্কিত ১৯টি সংগঠন। এর আগে ১০ শতাংশ লভ্যাংশের শর্তে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে সমর্থন দেয় চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে এতে আপত্তি জানিয়েছেন প্রযোজক ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ভারতীয় সিনেমার আমদানি থামাতে কাফনের কাপড় পরে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ডিপজল। এ ছাড়া শিল্পী সমিতির ১০ শতাংশ লভ্যাংশের দাবিকে ‘বেআইনি’, ‘মুনাফিকের’ কাজ বলে মন্তব্য করেছেন।

শনিবার (২৫ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিকে উপস্থিত হয়ে ডিপজল বলেন, ‘ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেল ঈদের সিনেমা দিয়ে তো সিনেমা হলে দর্শক ফিরেছিল। দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা হলমুখী হবেন। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না। প্রয়োজনে আবারও কাফনের কাপড় পরে রাজপথে নামব।’

এ সময় ১০ শতাংশ লভ্যাংশের কথা উল্লেখ করে ডিপজল আরও বলেন, ‘হিন্দি সিনেমার কাছে ১০ শতাংশ দাবি করা বেআইনি, মুনাফিকের কাজ। আমি মনে করি, হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ। পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভ্যাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্যভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?’

সবশেষে পরিচালক সমিতির নতুন কমিটি ভালো কিছু করবে বলে আশা করেন ডিপজল। পারিবারিক মিলন মেলা নিয়েও সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগার অনুভূতির কথা জানান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এদিকে কাজের ক্ষেত্রে বর্তমানে ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আসন্ন ঈদে তার একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরে ধারাবাহিকভাবে বাকি সিনেমাগুলোও মুক্তি পাবে বলে অভিনেতা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ