Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন পোর্টফলিও প্ল্যাটফর্ম সোপিয়া

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রদর্শনী বেসিস সফট এক্সপো শুরু হয়েছে। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ ¯ে¬াগান নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিস সফটএক্সপো ২০২৩ এর এই প্রদর্শনীতে অফিসিয়ালি লঞ্চ হলো বাংলাদেশের প্রথম গ্লোবাল নো কোডিং ই-কমার্স, ব্লগ এবং পোর্টফলিও প্ল্যাটফর্ম সোপিয়া। বাংলাদেশ ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে শুক্রবার বিকেলে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোপিয়া ইনোভেশন লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর মো. একরামুল হক। ৪ দিন ব্যাপী এই প্রদর্শনীতে সোপিয়া-এর স্টলে থাকছে ভিজিটরদের জন্য বিনামূল্যে ওয়েবসাইট খোলার মাধ্যমে গিফট হ্যা¤পার জেতার সুযোগসহ নানা আয়োজন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসাদ বিন আব্দুল্লাহ বলেন, সোপিয়া হলো একটি এসএএএস ভিত্তিক সিএমএস প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ৩০ মিনিটেই বিনামূল্যে তৈরি করা যাবে নিজের প্রফেশনাল ই-কমার্স, ব্লগ এবং পোর্টফোলিও ওয়েবসাইট। এতে অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দেশের আর্থ সামাজিক ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আসবে এবং ডিজিটাল বাংলাদেশ অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ