Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উঠতি মডেলের সঙ্গে হোটেলে রাত কাটালেন লিওনার্দো ডি ক্যাপ্রিও

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

একের পর এক সঙ্গী বদল করে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। সঙ্গীকে নিয়ে এদিক-ওদিক ঘুরতে দেখা গেলেও কারও প্রেমে কিন্তু পড়ছেন না লিও। তবে এখানেই শেষ নয়, ইদানীং লিওর সব কটা গার্লফ্রেন্ডের বয়স ১৯ থেকে ২১-এর মধ্যে। এই যেমন সম্প্রতি লিওনার্দোর সঙ্গে দেখা গিয়েছে উঠতি মডেল জোসি রেডমন্ডকে। যার বয়স ২১। পাপারাৎজ্জিদের ক্যামেরার সামনে পড়েছেন লিও এবং জোসি। খবর অনুযায়ী, চিল্টার্ন ফায়ারহাউজ থেকে বের হতে দেখা গিয়েছে তাঁদের দুজনকে। শোনা যাচ্ছে, এই হোটেলেই রাত কাটিয়ে ভোর হওয়ার আগেই যে যার বাড়িতে ফিরে গিয়েছেন। তার মাঝেই ফটোশিকারিদের ক্যামেরায় উঠে এসেছে লিও এবং জোসির ছবি। দু’জনকেই দেখা গিয়েছে কালো পোশাকে। অন্যদিকে, মাস্ক দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন লিওনার্দো। ২০২২ সালে ক্যামিলা মোরনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর একের পর এক ডেট করছেন ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ