বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তত্ত্বাধায়ক সরকার গঠন নিয়ে আর কোনো ধানাইফানাই চলবে না বলে আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। তিনি বলেন, অনেক ধানাই ফানাই হয়েছে। এসব আর সহ্য করা হবে না। আওয়ামী লীগ লুটপাট করতে করতে দেশকে সর্বনাশের জায়গায় নিয়ে গেছে। সময় কাছিয়ে আসছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না, নির্বাচন মেনেও নেবে না। তত্ত্বাবধায়ক সরকার গঠনে আওয়ামীগকে বাধ্য করা হবে বলেও ঘোষণা দেন তিনি। শনিবার বিকেলে রাজশাহী মহনগরীর সাগরপাড়া বটতলা মোড়ে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিএনপির সাবেক এমপি হারুন আরো বলেন, আওয়ামী লীগের নেতা, এমপি ও মন্ত্রীদের শরীর থেকে তেল বেরুচ্ছে। তাদের শরীর চকচক করছে। কিন্তু তেল ছুটে যাবে বলেও সতর্ক করে তিনি। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ^নাথ সরকার প্রমুখ। পরে সেখান থেকে একটি বিশাল পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি নগরীর বিভিন্ন প্রদক্ষিণ করে। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।