Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পপতি বাবুলকে সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থীর হওয়ার প্রস্তাব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪০ পিএম

সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য শিল্পপতি নজরুল ইসলাম বাবুলকে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি সিলেট জেলা, মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের এক মতবিনিময় সভায় দলের সর্বস্তরের নেতাকর্মী সর্বাত্মকভাবে মেয়র প্রার্থী হওয়ার প্রস্তাব দেন তাকে ।

নগরীর মীরাবাজারের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।

সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশিরের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাব্বির আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় সদস্য মাহমুদ আলী ও কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব।

এতে বক্তব্য রাখেন মামুনুর রশীদ, মো. সাজ্জাদ মিয়া, আতিকুর রহমান আতিক, জামাল আহমদ, মিসবাহ উদ্দিন, সেলিম আহমদ, আবুল কালাম, মোমিনুর রহমান মোমিন, হাসান, ইমরান, নাজু, এম. বরকত আলী, রুনা বেগম, ফখরুল ইসলাম সোহেল, মো. আলী হোসেন সরকার,আব্দুর রহমান বারাকাত, হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ