Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টা

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের কালাই উপজেলার বানদিঘী গ্রামে নিজ বাড়িতে রাতের অন্ধকারে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের জিরো পেয়ন্ট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ‘পাশে আছি আমরা’সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকলীন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ‘পাশে আছি আমরা’র সভাপতি খ ম আরাফ রাহমান, সাধারণ সম্পাদক পিয়াস আহমেদ, মেফতাহুল জান্নাত লিখন প্রমুখ। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বানদীঘি গ্রামে মধ্যবিত্ত পরিবারের নবম শ্রেণীর এক ছাত্রীকে তার নিজ বাড়িতে ধর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। আহত ওই ছাত্রী বর্তামানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজে গতকাল বৃহস্পতিবার আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ কলেজ প্রাঙ্গণে সমাপ্ত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ এর সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। সারা বছরের একাডেমিক ও সহ পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমের সফলতা বিবেচনা করে রাজিয়া হাউসকে চ্যাম্পিয়ন ও সিতারা হাউসকে রানার্স আপ হিসেবে ঘোষণা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ হেদায়েতুন নবী অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দা তৌহিদা রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ