রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের তাড়াশে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস হত্যার বিচার চেয়ে উপজেলা আ.লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা আ.লীগের আয়োজনে গত বৃহস্পতিাবর বিকেল সাড়ে ৫টায় তাড়াশ প্রেসক্লাবের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার। বক্তব্য রাখেন, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরি, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সলংগা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ। বক্তাগণ দ্রুত সময়ের মধ্যে কুদ্দুস হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রয়ারি সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ভোগলমান চারমাথা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃতদের গুলিতে নিহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।