Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্র্যাজুয়েট হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

বিনেদান রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গ্র্যাজুয়েশন স¤পন্ন করলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে তিনি ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গ্র্যাজুয়েশন স¤পন্ন করেছেন। গত সপ্তাহে ফারিণ তার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেন। গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারায় ফারিণ খুবই খুশি। ফারিণ বলেন, এই অনুভূতি অবশ্যই খুব ভালো। সমাবর্তন আরও অনেক আগেই হওয়ার কথা ছিল। করোনার কারণে দেরি হয়েছে। ২০১৯ সালে আমার ¯œাতক শেষ হয়েছিল। এখন মনে হচ্ছে, ফাইনালি গ্র্যাজুয়েট হলাম। তিনি বলেন, স্কুল-কলেজে বরাবরই বাবা-মা যে রেজাল্ট চেয়েছেন, সেই রেজাল্টই উপহার দেওয়ার চেষ্টা করেছি। ক্লাস ফাইভে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলাম। এসএসসি, এইচএসসিতে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছি। এরপর সরকারি বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছি। সিজিপিএ বেশ ভালো, মানে যেটা আশা করেছিলাম তার কাছাকাছি আছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট। ফারিণ বলেন, আমি যখন পড়াশোনা করতাম, তখন নিয়মিত কাজ করতাম না। আমার অগ্রাধিকার সবসময়ই পড়াশোনা ছিল। ২০১৬-১৭ সাল থেকে টুকটাক বিজ্ঞাপনে কাজ করছি। সেগুলো পড়াশোনার ফাঁকে ফাঁকে করতাম। ক্লাস মিস দেওয়ার সুযোগ একদমই কম ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যাপারে খুব কড়াকড়ি আছে। আমার কখনও কোনও বিষয় রিপিট দিতে হয়নি এবং নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে পেরেছি। প্রতি সেমিস্টারে পাঁচটি বিষয় ছিল, সেগুলো সামাল দিয়ে নিয়মিত কাজ করার সুযোগ হয়নি। ২০১৯-এ আমার র্গ্যাজুয়েশন শেষ হওয়ার পরই আমি নিয়মিত কাজ শুরু করেছি। ফারিণ জানান, তিনি বিবিএ পড়েছেন, মেজর বিষয় ছিল মার্কেটিং। একসময় ভেবেছেন উদ্যোক্তা হবেন। তবে এখন শোবিজ ঘিরেই তার স্বপ্ন-পরিকল্পনা। ফারিণ বলেন, এখন নিজেকেই একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় আছি।



 

Show all comments
  • বাদলা হাওয়া ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০১ এএম says : 0
    বিশাল ব্যপার! বাংলাদেশ এই প্রথম কোন নায়িকা গ্র্যাজুয়েট হলেন!
    Total Reply(0) Reply
  • Mohammad Ariful Hoque Khan ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০২ এএম says : 0
    বিরাট খবর! অসংখ্য ধন্যবাদ অনলাইন সাংবাদিক কে
    Total Reply(0) Reply
  • MD Saif Imran ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৩ এএম says : 0
    আমি গ্রেজুয়েট পাশ করে ২ বছর বেকার । চাকরির অভাবে বিয়া করতে পারি না। এই খবর আমার পরিবার ই তো জানে না।
    Total Reply(0) Reply
  • Salih Sajjad ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩০ পিএম says : 0
    ভালো খবর
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ