রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : ডাক্তার লাঞ্ছিতের প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ প্রদানের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকরা। এতে রোগীদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের লাঞ্ছিত চিকিৎসক আবু সাদাত রিজন জানান, তিনি গত বুধবার জরুরী বিভাগে নৈশকালীন দায়িত্ব পালনকালে রাত সাড়ে ১০টার দিকে একজন নাক দিয়ে অনবরত রক্ত ঝড়া রোগীর চিকিৎসা করছিলেন। এ সময় জনৈক ব্যক্তি তাকে এসে বলে জরুরী বিভাগে একজন রোগী দেখতে হবে। তিনি তাকে এই রোগী দেখে আসছেন বলে জানায়। ১ মিনিট পর জরুরি বিভাগের কক্ষে প্রবেশ করতেই উক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে শার্টের কলার ধরে চড়-থাপ্পড় ও লাথি মেরে লাঞ্ছিত করে। আমি বিষয়টি তাৎক্ষণিক আরএমওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছি। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আর এম ও ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, আমি সিসি টিভিতে ঘটনাটি দেখেছি। এখানে ডাক্তারের কোন গাফেলতি নেই। পেশাগত দায়িত্ব পালনকালে তাকে মারধর কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা বিএমএ ও স্বাচিবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এ ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন ২ ঘন্টা করে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছি। এদিকে ডাক্তারদের কর্ম বিরতির ফলে দূর-দূরান্ত এলাকা থেকে আগত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়া থেকে বঞ্চিত হন। অনেক রোগীকে হাসপাতালের বারান্দায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায়। তারা চিকিৎসা সেবা না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। জেলা স্বাস্থ্য কমিটিতে স্থানীয় সাংসদ ও উপমন্ত্রীর প্রতিনিধি পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন শেখ বলেন, এখানে ডাক্তাররা এসেছে জনগণকে চিকিৎসা সেবা দিতে, মার খেতে নয়। কয়দিন পরপর তাদেরকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা বর্তমান সভ্য সমাজে কোন ভাবেই কাম্য হতে পারে না। নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ এম এ গনির সাথে কথা বললে তিনি জানান, আমি অফিসিয়াল কাজে ঢাকায় এসেছি। বিষয়টা শুনেছি। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমি কর্মস্থলে ফিরে ডাক্তারদের সাথে কথা বলে পরবর্তীতে কি করণীয় সেই ব্যাপারে সিদ্ধান্ত নেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।