Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনমজুরের জমি প্রভাবশালীদের দখলে

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার খাসেরহাটে কালাম খান (কালন খাঁ) নামের এক দিন মজুরের ২ শতাংশ জমি এলাকার প্রভাবশালীরা দখলে নেয়ার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দরিদ্র পরিবারটি জমি রক্ষা করতে এলাকার ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছে। তবে বিষয়টি নিয়ে উভয় পক্ষকে নিয়ে সমঝোতার আশ্বাস দিয়েছে এলাকার ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন সহ ইউপি সদস্যরা। জানা গেছে, বাঁশগাড়ি এলাকার কালাইরচর মৌজায় এস এ ৯১/২ নং খতিয়ানে ৩১৯/৩৬০নং দাগে ২শতাংশ জমি ওয়ারিশ সূত্রে মালিক দিন মজুর কালাম খান (কালন খাঁ)। কিন্তু তার সেই জমিতে গাছের চারা রোপণ করলে প্রতিবেশী প্রভাবশালী ব্যক্তি জামাল সরদার, জসিম সিকদার ও মোক্তার সিকদার তা উপড়ে ফেলে। অপরদিকে উক্ত জমি দখল করতে প্রতিপক্ষরা একটি একচালা ঘর নির্মাণের চেষ্টা চালায়। এতে দিন মজুর কালাম খান নিরুপায় হয়ে ইউপি চেয়ারম্যানের কাছে সালিশের আবেদন করে। ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশ মোতাবেক কালাম খানের জমি তাকে বুঝিয়ে দিতে বলে। এ ব্যাপারে এলাকার ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, কালাম খানের অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে নিয়ে সালিশ করেছি এবং প্রতিপক্ষরা সেই জমি তাকে বুঝিয়ে দেবে বলে আশ্বাস দিয়েছে। আর জমি দখলের চেষ্টা সরূপ সেই এক চালা টিনের ঘরও যারা উঠিয়েছে তারা ভেঙে নিয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ জসিম সিকদার বলেন, আমরা আমাদের ক্রয়কৃত জমি দখলে আছি। সেখানে কালাম খানের জমি কোথায় তা আমরা বলতে পারব না। জমি থাকলে সে আইনের মাধ্যমে দখলে আসুক। এছারা তার জমি কোথায় তা আমরা জানি না। তবে এ ব্যাপারে দিন মজুর কালাম খান অভিযোগ করে বলেন, উক্ত জমি ভোগ দখল করতে গেলে আমাকে হত্যা করা হবে বলে প্রতিপক্ষরা হুমকি দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ