Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে ৭ শতাধিক অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন, ২ হোটেলকে জরিমানা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ৫:৩৮ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার দুইটি খাবার হোটেল এবং বিভিন্ন বাসাবাড়ির ৭ শতাধিক অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের পরিচালিত এক মোবাইল কোর্ট এসব অবৈধ লাইন বিচ্ছিন্ন করে। একই সময় ওই এলাকার ২টি খাবার হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।
গাজীপুর তিতাস গ্যাস অফিসের ম্যানেজার প্রকৌশলী সাব্বের আহমেদ চৌধুরী জানান, অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করার অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার হোতাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় হোতাপাড়া বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত মোহাম্মদী রেস্টুরেন্ট এবং কালাম হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে দুই হোটেলের গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ লাইনে ব্যবহৃত পাইপ, রাইজার এবং গ্যাসের চুলা ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। তিনি আরো জানান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট মোহাম্মদী রেস্টুরেন্টের ম্যানেজার বোরহান উদ্দিন (৫০) কে ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদবিহীন ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে তাকে আরো ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধ গ্যাস লাইন ব্যবহারের অপরাধে একই এলাকার কালাম হোটেলের মালিক আবুল কালামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, ২ মাস আগেও মোহাম্মদী হোটেলের অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল এবং গত ২৬ ডিসেম্বর জরিমানা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবারো রেস্টুরেন্ট এর মালিক অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করে।
অন্যদিকে, একই মোবাইল কোর্ট হোতাপাড়া এলাকার বিভিন্ন বাসাবাড়ির ৭ শতাধিক অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে এবং ২৫০০ মিটার পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করে। মোবাইল কোর্ট পরিচালনার সময় গাজীপুর তিতাস অফিসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস,এম, আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বের আহমেদ চৌধুরী, ব্যবস্থাপক (ইএসএস) জাহাঙ্গির আলম, উপ-ব্যবস্থাপক সাবিউল আওয়াল ও খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী মামুনুর রহমান ও আবু আইয়ূব এবং উপ-সহকারী প্রকৌশলী রেজাউল হক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ