বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় একটি খাদ্য ও কোমল পানীয় উৎপাদনকারী কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় প্রাইম ফুড অ্যান্ড ড্রিংকিং লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, কারখানাটির দুই তলাবিশিষ্ট মূল ভবন সংলগ্ন একটি এক্সটেনশন বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। দুপুরে হঠাৎ করে ছাদটি ধসে পড়লে এর নিচে তিন জন নির্মাণ শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে দুই জন। আহত অন্য ব্যক্তিকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে সেটি জানা যায়নি।
আব্দুল হামিদ বলেন, আমরা পুরো ধ্বংসস্তূপ সার্চ করে দেখেছি। এর নিচে কেউ আটকা পড়েনি।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হতাহতদের সঠিক সংখ্যা জানার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।