বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর কারাগারে আব্দুল হান্নান খান (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
আব্দুল হান্নান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের মৃত আব্দুল জব্বার খানের ছেলে। তিনি দুই ছেলের বাবা। তিনি চাঁদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, একই এলাকার জলিল শেখ হত্যা মামলার আসামি হিসেবে আব্দুল হান্নান গত বছর ১২ নভেম্বর ফরিদপুর কারাগারে আসেন।
বুধবার রাত ১১টার দিকে নিজ ওয়ার্ডে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি।
ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, হাজতি আব্দুল মান্নান খান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে লাশ তুলে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।