Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে ২ বাড়িতে ডাকাতি, আটক ৩

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৫ পিএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলায় দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ১৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত দল। গতরাত ১টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়ায় এ ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ১৫-২০ জনের মুখোশধারী একদল ডাকাত মধ্যম চরচান্দিয়া এলাকায় রূপালি ব্যাংক কর্মকর্তা নূরুল আলম সুমনের বাড়িতে হানা দেয়। প্রথমে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। এরপর ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় ডাকাত দল।

একই রাতে দরজা ভেঙে পাশের সফিউল্লাহ মিয়ার ঘরেও হানা দেয় তারা। এসময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালপত্র লুট করে চলে যায় তারা। এসময় বাধা দিতে গিয়ে ডাকাতের হামলায় গৃহকর্তা সফিউল্লাহ আহত হন।

এদিকে, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় সোলাইমান (৩৮), ইসমাইল (২৯) ও ডলার (২৬) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির দুই বাড়িতে ডাকাতির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ