Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

১. পাঠান
২. শেহজাদা
৩ শিব শাস্ত্রী বালবোয়া
৪. দ্য লাস্ট কফি
৫. লস্ট

শেহজাদা
‘দেশি বয়েজ’ (২০১১) এবং ‘ঢিশুম’ (২০১৬) ফিল্ম দুটির জন্য খ্যাত রোহিত ধাওয়ান পরিচালিত অ্যাকশন ফিল্ম। ২৫ বছর আগে একই দিনে একই হাসপাতালে বান্টু ও রাজের জন্ম হয়েছিল। বান্টুর বাবা বাল্মীকি ( পরেশ রাওয়াল) এবং রাজের বাবা রণদীপ নন্দ (রোনিত রায়) আর মা ইয়াশু (মনীষা কৈরালা। বাল্মিকী আর রণদীপ কর্মজীবন একসঙ্গে শুরু হয়েছিল তবে বাল্মিকী রণদীপকে ঈর্ষা করে কারণ সে ধনবান বাবা আদিত্য জিন্দালের (সচীন খেদেকার) মেয়ে ইয়াশুকে বিয়ে করেছে। ঈর্ষার বশে সে জন্মের দিনেই নবজাতক দুজনকে বদলে ফেলে। বাল্মীকির ছেলে রাজ (অঙ্কুর রাথি) বড় হয় জিন্দাল পরিবারে আর বান্টু (কার্তিক আরিয়ান) বাল্মীকির পরিবারে অযতেœ হতাশায় ভুগতে শুরু করে। সামারার (কৃতি সানোন) আইনি প্রতিষ্ঠানে বান্টু চাকরি নেয় এবং সামারার প্রেমে পড়ে। অন্যদিকে সামারার বাবা (রাকেশ বেদি) রাজের সঙ্গে সামারার বিয়ে ঠিক করে। বান্টু সামারাকে বলে রণদীপের সঙ্গে দেখা করে যেন সে তার মনের ইচ্ছা জানায়। এর কিছু পরেই রণদীপকে তার প্রতিদ্বন্দ্বী বিক্রান্ত (বিনয় রাণা) আক্রমণ করে। আহত অবস্থায় বান্টু তাকে হাসপাতালে পৌঁছে দেয় এবং এই যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। ঘটনাক্রমে বান্টু জানতে পারে রণদীপই তার আসল বাবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ