Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাত পা বেঁধে সুনামগঞ্জে দশম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ : গ্রেফতার ধর্ষক রফিকুল

সিলেটে ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৪ পিএম

হাত-পা বেঁধে সুনমাগঞ্জের দিরাই উপজেলায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম (২৫) দিরাই পৌরসভার বাসিন্দা। এদিকে ধর্ষণের ঘটনায় গত মঙ্গলবার দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ওই স্কুলছাত্রীর পিতা জানান, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে তার ব্যক্তিগত কাজে ব্র্যাক অফিসে যান তিনি। ওই দিন বাড়িতে একা ছিল তার মেয়ে। সন্ধ্যায় তার মেয়ে তুলসী গাছে ধূপবাতি দেখানোর জন্য ঘর থেকে বের হলে রফিকুল তাদের ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। এরপর মেয়েটি ঘরে এলে তার হাত-পা বেঁধে ধর্ষণ কওে ্ওই বখাটে। এ সময় মেয়েটির মা বাড়িতে এলে তাকে কিল-ঘুসি মেরে পালিয়ে যায় রফিকুল। পরে বাসায় গিয়ে মেয়েটিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। পরে সেখানকার চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের ওসিসিতে পাঠান।

পুলিশ জানায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার সরমঙ্গল গ্রাম থেকে বখাটে রফিকুলের পরিবার বসতি স্থাপন কওে পৌর এলাকায়। রফিকুল ইসলাম দীর্ঘদিন থেকেই বখাটে জীবনযাপন করে আসছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার আসামি রফিকুলকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ