Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে রণবীর কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৪ এএম

ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এক সময় ব্যাটে-বলে মাঠ কাঁপিয়েছেন তিনি। মাঠের এই রাজাকে এবার দেখা যাবে পর্দায়। তারই প্রস্তুতি চলছে অনেকদিন ধরেই। তবে বায়োপিকে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, জানা গেলো বায়োপিকে সৌরভের চরিত্রে অভিনয় করা অভিনেতার নাম।

একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পর্দায় সৌরভ গাঙ্গুলী রূপে হাজির হবেন বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর। ইতোমধ্যে দাদার বায়োপিকে অভিনয়ের জন্য সময় দিয়েছেন তিনি। বায়োপিকের চূড়ান্ত চিত্রনাট্য নাকি এখন সৌরভ গাঙ্গুলীর কাছে রয়েছে। তিনি সম্মতি দিলেই কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হবে।

এদিকে সৌরভের চরিত্রে রণবীরের অভিনয়ের খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের অনেকেই বলছেন, দাদার চরিত্রে বাঙালি কোনো অভিনেতাকেই ভালো মানাবে। আবার কারও কারও ভাষ্য, সৌরভের চরিত্রে রণবীর ভালো করতে পারবেন। এর আগে, সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’-তে চমক দেখিয়েছিলেন এ নায়ক।

তবে বায়োপিকটিতে সৌরভের চরিত্রে রণবীরকে চূড়ান্ত করা হলেও, অন্য চরিত্রগুলোতে কারা থাকছেন- সেটি এখনও জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ