Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলমার্ক গ্রুপের সম্পত্তির মূল্য নির্ধারণের সুপারিশ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হলমার্ক গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোর বন্ধকীকৃত সম্পত্তি নিরপেক্ষ একটি প্রতিষ্ঠানকে দিয়ে যাচাই করে মূল্য নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
হলমার্ক গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোর বন্ধকীকৃত সম্পত্তি ভাগ ভাগ করে দরপত্র আহ্বান এবং হলমার্ক গ্রুপের সম্পত্তির বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আগামী তিন মাসের মধ্যে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
গতকাল বুধবার জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়।  কমিটির বৈঠকে সোনালী ব্যাংক কর্তৃক প্রেরিত প্রথম-চতুর্থ বৈঠকের  সিদ্ধান্ত/সুপারিশ বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রেরিত প্রতিবেদনের বিষয়ে আলোচনা করা হয়।
কমিটিকে জানানো হয় যে, হলমার্ক কেলেঙ্কারিসহ তৎকালীন সমসাময়িক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে ব্যাংক ব্যবস্থা অধিকতর নিরাপদ করার লক্ষ্যে ২০১৩ সালে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ সংশোধন করা হয়েছে। ব্যাংকের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, নিরীক্ষা পরিপালনের জন্য পরিচালনা পর্ষদকে দায়বদ্ধ করা হয়েছে। হলমার্ক গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোর বন্ধকীকৃত সম্পত্তি নিরপেক্ষ একটি প্রতিষ্ঠানকে দিয়ে যাচাই করে মূল্য নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।  
সরকারি ব্যাংকগুলো যে কোনো প্রতিষ্ঠানের অনুকূলে লোন প্রদান করার পূর্বে সংশ্লিষ্ট ব্যাংকের আইনজীবীর অনুমোদন নেয়া এবং সরকারি ব্যাংকগুলোর সকল শাখাকে অনলাইন ব্যাংকিং চালুর বিষয়ে সুপারিশ করে কমিটি। কমিটি সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আলহাজ মো: দবিরুল ইসলাম, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, শেখ ফজলে নুর তাপস, সুকুমার রঞ্জন ঘোষ, শাহানারা বেগম এবং মে. জে. এ টি এম আব্দুল ওয়াহাহব (অব:)। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সোনালী ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদসহ অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে হলমার্ক গ্রুপভুক্ত প্রতিষ্ঠানসমূহের বন্ধকীকৃত সম্পত্তি নিরপেক্ষ একটি প্রতিষ্ঠানকে দিয়ে যাচাই করে মূল্য নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ