Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দুক ও পিস্তল দান করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল ইসলাম

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রীয় কোষাগারে নিজের নামে লাইসেন্স করা একটি পিস্তল ও একটি ডিবিবিএল বন্ধুক দান করলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ বি এম নুরুল ইসলাম। গতকাল বুধবার রাজধানীর কলাবাগান থানায় তিনি এসব অস্ত্রগুলো পুলিশ বাহিনীর কাজে ব্যবহারের জন্য দান করেন। এ সময় থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম অস্ত্রসহ নুরুল ইসলামের করা একটি  জিডি গ্রহন করেন। জিডির নাম্বার ১৩৫৬/২০১৬ ইং। অস্ত্রের সঙ্গে তিনি বন্ধুকের ৮টি কার্তুজ ও পিস্তলের ১০টি গুলি জমা দেন। এসময় তার জুনিয়র অ্যাডভোকেট মহিউদ্দিন মহিম উপস্থিত ছিলেন। অস্ত্র দুটির জন্য তিনি পরবর্তিতে কোনো ধরনের দাবি করবেন না বলে জিডিতে উল্লেখ করেন।
পাকিস্তান পার্লামেন্টের আওয়ামী লীগের দলীয় সদস্য নির্বাচিত হওয়ার পর অস্ত্র দুটি তিনি কিনেছিলেন মাত্র ২০ হাজার টাকায়। বর্তমানে এর বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। জানতে চাইলে উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, অস্ত্রগুলো আমার কাছে নুরুল ইসলাম সাহেব জমা রেখে গেছেন। ওসি স্যার আসলে এ গুলো আমি তাকে বুঝিয়ে দেবো। এই আইনজীবী ১৯৭০ সালে আওয়ামী লীগের পার্লামেন্টারি কমিটির সেক্রেটারি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ফজলুল হক হলের ভিপি ছিলেন।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ