Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকের ঢাক্কায় মাইক্রোবাস যাত্রী নিহত

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মালিবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক মাইক্রোবাস যাত্রী। নিহতের নাম ফিরোজুল ইসলাম ওরফে সাগর (৪২)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ গোপালপুর সিরাজপুর এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। এ ব্যাপারে নিহতের ভাই ফয়জুল বাদি হয়ে বন্দর থানায় মামলা করেছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে। ট্রাক চালক পালিয়ে গেছে। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগরের ভাই ফয়জুল জানান, সাগর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ- ১৩-১৪২২) নিয়ে নোয়াখালী যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মালিবাগ এলাকায় একটি ট্রাক (নং ঢাকা মেট্রো ন ৯৩৯৯) পিছনের দিক থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ