Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বই মেলায় শানুর কাব্যগ্রন্থ ও উপন্যাস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রতি বছর একুশে বই মেলায় প্রকাশিত হয় অভিনেত্রী শানারেই দেবী শানুর কাব্যগ্রন্থ। তবে এবার কাব্যগ্রন্থের পাশাপাশি তার উপন্যাসও প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থ’র নাম ‘ভালোবাসার এপার ওপার’ ও উপন্যাসের নাম ‘লিপস্টিক’। কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ‘আজব প্রকাশ’ থেকে এবং উপন্যাস প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশন থেকে। শানারেই দেবী শানু বলেন, দু’টি বইয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। বিষয়টি এমন নয় যে, আমি স্টলে গেলেই তা দেখতে পাই। আমি যখন স্টলে থাকিনা তখনও বেশ ভালো সাড়া পাই। স্টল থেকে খবর জানানো হয় বইগুলো সম্পর্কে। আমি অবশ্যই পাঠকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমার লেখা কবিতার বই, উপন্যাস আগ্রহ নিয়ে কিনছেন, পড়ছেন এবং নানান মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। লেখক হিসেবে আমি অনুপ্রাণিত হই। আমার ভালো লাগে। আরো ভালো লেখার স্পৃহা জাগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ