প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’-এর পর ফের একসঙ্গে জুটি বাঁধছেন টলি ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অতনু ঘোষ। আগামী পয়লা বৈশাখেই মুক্তি পেতে চলেছে ‘শেষ পাতা’। লেখক বাল্মিকীর ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, গার্গী রায়চৌধুরী এবং বিক্রম চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালের সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাঙ্গণে দেখা মিলেছে ছবির কাস্টদের। ছাত্রছাত্রীদের ভিড়ের মধ্যেই মঞ্চে উঠে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেতা। আসলে সেদিন ছিল, কলেজের বার্ষিক ফেস্ট। আর এই সুযোগেই বলিউডি স্টাইলে তাঁদের নতুন ছবি ‘শেষ পাতা’র পোস্টার প্রকাশ করল টিম। যেখানে প্রসেনজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন, অতনু ঘোষ, প্রযোজক ফিরদৌসুল হাসান, গার্গী রায়চৌধুরী এবং বিক্রম চট্টোপাধ্যায়। ছবির গল্প প্রসঙ্গে অতনু ঘোষ বলেন, ‘ঋণ, শোধ, মুক্তি-এই তিনটি বিষয় নিয়েই ছবি। কথায় বলে ঋণ শোধ হলেই মানুষের মুক্তি হয়। কিন্তু সবক্ষেত্রে ঋণ অর্থ কিন্তু টাকা নয়। এখানে ঋণের বোঝাটা তার থেকেও বেশি ভারি। শেষ পাতার আক্ষরিক অর্থ লেখার পাতা। গল্পের মুখ্য চরিত্র বাল্মিকী সেনগুপ্ত, একজন লেখক। তাঁর কাছ থেকেই ঋণ উদ্ধার করতে আসেন শৌনক অর্থাৎ বিক্রম চট্টোপাধ্যায়। ঋণ উদ্ধার করতে এসে শৌনক বুঝতে পারেন, বাল্মিকীর কাছ থেকে ঋণ উদ্ধার করা মোটেও সহজ নয়। তখন তিনি তাঁর পরিচিত মেধা বলে একজনের কাছ থেকে সাহায্য চান। যে চরিত্রে অভিনয় করছেন গার্গী রায় চৌধুরী। আর শৌনকের জীবনে সবথেকে কাছের মানুষ হলেন দীপা, যে ভূমিকায় রয়েছেন রায়তি ভট্টাচার্য। তাঁদের প্রেমের মাঝেই বাল্মিকীর কাছ থেকে ঋণ উদ্ধার করা প্রকল্প চলবে।’ বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজে ফেস্টে মঞ্চে উঠে নস্টালজিক হয়ে পড়েন প্রসেনজিৎ, কারণ তিনি সেন্ট জেভিয়ার্স থেকেই স্নাতক করেন। এর আগে মেট্রো স্টেশনে ছবির ট্রেলর প্রকাশ করেছিলেন প্রসেনজিৎ। এ বার ছাত্রছাত্রীদের ভিড়ে ছবির পোস্টার। ছবির পোস্টার উন্মোচন করে অভিনেতা বলেন, নতুন প্রজন্ম যে ভাল বাংলা ছবি দেখে না, সেটা আমি বিশ্বাস করি না। যখন গানের ওপারে প্রযোজনা করেছিলাম, তখন সবাই বলেছিলেন কেউ দেখবে না। কিন্তু তার পর সকলেই ভুল প্রমাণিত হয়েছিলেন। আপাতত ছবিতে প্রসেনজিতের লুক দেখার অপেক্ষায় ভক্তকূল। কিন্তু ছবি নিয়ে এখনই খোলসা করতে চান না পরিচালক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।