প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ স্বাধীনতার জন্য ‘কনসার্ট ফর বাংলাদেশ’, বব ডিলান, জর্জ হ্যারিসন, রবি শঙ্করদের কাছে যদি ঋণী হয় তাহলে স্বাধীনতা যুদ্ধ এবং এই সংক্রান্ত মানবিক বিপর্যয়ের জন্য বিশ্বে জনমত গড়ে তোলায় আরেকজনের ভূমিকা আছে তিনি হলেন জোন বায়েজ। তার গান ‘সঙ ফর বাংলাদেশ’ জর্জ হ্যারিসনের ‘বাংলা দেশ’ গানটির মতই শক্তিশালী ভূমিকা রেখেছিল ৭০ দশকের শুরুতে। সম্প্রতি বার্লিন চলচ্চিত্র উৎসবে তার জীবন নিয়ে তথ্যচিত্র ‘জোন বায়েজ : আই অ্যাম এ নয়েস’-এর প্রিমিয়ার হয়েছে। ৮২ বছর বয়সী গায়িকার ছয় দশকের কর্মজীবন, জীবনের বিভিন্ন অংশে সাক্ষাতকার কনসার্ট ফুটেজ নিয়ে এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন ক্যারেন ও’কনর, মিরি নাভাস্কি, এবং মেইভ ও’বয়েল। এই তথ্যচিত্রে তার ২০১৮’র কনসার্ট ‘ফেয়ার দি ওয়েল’, প্রথম দিকের ট্যুর, খ্যাতি লাভ, মাদক বিপর্যয় এবং জীবনের আরও কিছু বিপর্যয় ও দুঃখের কথা উঠে এসেছে। এতে স্থান পেয়েছে বব ডিলানের সঙ্গে তার সম্পর্কের কথাও, তারা ১৯৬৫তে একসঙ্গে যুক্তরাজ্য সফর করেন। তিনি স্বীকার করেন ডিলান তার ‘হৃদয় ভেঙেছিল’। ‘জোন বায়েজ : আই অ্যাম এ নয়েস’ নিয়ে বার্লিনে আসার আগে গায়িকা কখনও কোনও চলচ্চিত্র উৎসবে যোগ দেননি। তথ্যচিত্রে আরও অনেক কিছুর সঙ্গে বাবার হাতে শৈশবে নির্যাতিত হবার উল্লেখও রয়েছে। জোন বায়েজ বলেন, বাবাকে ভালবাসি বলে তিনি আমাকে নির্যাতন করেছিলেন তার অস্বীকার করার বিষয়টি সইতে পারছি না। কারণ তার দিকের বাস্তবতা এমনই। আমি নিশ্চিত যে তিনি এখন আর সচেতনভাবে সেই স্মৃতি মনে করতে পারছেন না। তাই এখন তা মেনে নেয়া আমার জন্য কঠিন। ফিল্মটিতে কিছু বিস্ময়কর বিষয় আছে, কিছু স্বাভাবিক এবং কিছু বেদনাদায়ক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।