বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইউনাইটেড হসপিটাল বাংলাদেশে প্রথমবারের মতো হার্ট ফেইলিওর রোগীদের জন্য মেডট্রনিক ইন্টারন্যাশনালের সহায়তায় স্মাইলিং হার্টস ক্লিনিক চালু করেছে। এই ক্লিনিকে হার্ট ফেইলিওর রোগীদের উপসর্গ, ঝুঁকি, জরুরি অবস্থা ও সর্বোপরি জীবন ব্যবস্থা সম্পর্কে জানাবে। যাতে এই সকল রোগী নিত্যদিনের জীবনযাত্রায় সুস্থ থাকার প্রয়াস পায়। যাদের হার্ট ফেইলিওর হবার ঝুঁকি প্রবল, তাদেরও এই ক্লিনিকে সুচিকিৎসার আওতায় আনা হবে। নিবেদিত চিকিৎসক, নার্স ও কাউন্সেলর এর সমন্বয়ে ক্ষয়িষ্ণু হার্ট ফেইলিওর রোগাক্রান্ত এ দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীকে চিকিৎসার আওতায় আনার জন্য ইউনাইটেড হসপিটালের কার্ডিয়াক সেন্টারের উদ্যোগ। বহির্বিভাগে ও ভর্তি রোগীদের উভয়ই এই চিকিৎসার আওতাভুক্ত হবে। ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান ও মেডট্রনিকের চেয়ারম্যান ওমর ইশরাক পারস্পরিক সহযোগিতামূলক এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ইউনাইটেড হসপিটালের চিফ কার্ডিওলজিস্ট ডা. মোমেনুজ্জামান ও চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ওমর ইশরাক বলেন, এখন তেকে জটিল হার্ট ফেইলিওর রোগীরা এই ক্লিনিক থেকে আরও ভালো সেবা পাবে। ফরিদুর রহমান খান বলেন, ইউনাইটেড হসপিটাল কার্ডিয়াক সেন্টারের রোগীবান্ধব এই কার্যক্রমের প্রশংসা ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশে জনগণের বেঁচে থাকার হার বেড়ে যাওয়ায় ও এর ফলে বর্ধিষ্ণু জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ায় হার্ট ফেইলিওরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে, যা ক্রমবর্ধমান ডায়াবেটিস, কিডনী রোগ বা বক্ষব্যাধির সাথেও সম্পর্কযুক্ত। চিকিৎসা ব্যয় মেটাতে না পারলেও ইউনাইটেড হসপিটালেরর স্মাইলিং হার্ট ক্লিনিক থেকে কোন হার্ট ফেইলিওর রোগীকে পূর্ণাঙ্গ চিকিৎসা না দিয়ে ফেরানো হবেনা এই অঙ্গীকার নিয়েই এই ক্লিনিকের যাত্রা শুরু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।