Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জটিল হৃদরোগে আক্রান্ত শেরপুরের শ্রীবরদীর শিশু তাওহীদ বাচঁতে চায় সাহায্যের আবেদন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৩ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া গ্রামের চার বছরের শিশু তাওহীদ জটিল
হৃদরোগে ভুগছে। জন্মগতভাবে তার হার্টে ছিদ্র রয়েছে। অস্ত্রোপচারের
মাধ্যমে তার এ সমস্যার নিরসন করা সম্ভব। কিন্তু এ জন্য আড়াই লাখ টাকার
প্রয়োজন। তা নেই শিশুটির দরিদ্র অভিভাবকের। হৃদরোগে আক্রান্ত তাওহীদ
উপজেলার লঙ্গরপাড়া গ্রামের দরিদ্র ভ্যানচালক ইসমাইল হোসেনের ছেলে। তার মা
সুমাইয়া একজন গৃহিনী।
তাওহীদের মা সুমাইয়ার বক্তব্য সূত্রে ও চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা
করে জানা গেছে, জন্মের পর থেকে শিশু তাওহীদের শারীরিক বৃদ্ধি হচ্ছিল না
এবং সে কিছু খেতে পারতো না। এরপর জেলা সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ
ডা. নূরুন্নবীর কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে শিশুটির
হার্টে জন্মগতভাবে ছিদ্র রয়েছে। পরবর্তীতে তাওহীদের মা-বাবা তাকে
(তাওহীদ) ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে নিয়ে ভর্তি করান।
সেখানে দীর্ঘ সময় চিকিৎসা করানোর পর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা
তাওহীদের হার্টে অস্ত্রোপচারের পরামর্শ দেন। এ জন্য প্রয়োজন আড়াই লাখ
টাকা।
শিশু রোগ বিশেষজ্ঞ ডা. নূরুন্নবী বলেন, শিশুটিকে অস্ত্রপাচার করালে সুস্থ
হয়ে উঠবে। কিন্তু তাওহীদের বাবা দরিদ্র ভ্যানচালক ইসমাইল হোসেনের পক্ষে
এই টাকা সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব নয়। ইসমাইল হোসেন বলেন, আমার হাতে যে
টাকা ছিল তাওহীদের চিকিৎসা করাতে গিয়ে তা শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো।
আমার সন্তানটিকে বাচাঁতে সাহায্য চাই।
তাই বাবা ইসমাইল হোসেন ছেলে তাওহীদকে বাঁচাতে ও তার চিকিৎসার
প্রয়োজনে অর্থ সাহায্য দিতে সমাজের সহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে
বিশেষভাবে আবেদন জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ