Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশ্যে এসেছে ‘শনিবার বিকেল’ সিনেমার ট্রেলার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫১ পিএম

সাত বছর আগে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী তৈরি করেছেন সিনেমা ‘শনিবার বিকেল’। সিনেমাটির সেন্সর পেতে নানাভাবে চেষ্টা চালালেও মুক্তির অনুমতি মেলেনি। দেশে মুক্তি না পেলেও দেশের বাইরে কানাডা ও যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাচ্ছে। তার আগেই সিনেমাটির ১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হলো মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

মোস্তফা সরয়ার ফারুকী নিজের ফেসবুক প্রোফাইলে উন্মুক্ত করেন ট্রেলারটি। ক্যাপশনে লেখেন, শনিবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য ট্রেলার মুক্তি দিলাম। ছবিটি আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি দেয়া হচ্ছে।

ট্রেলারে দেখা যায়, শুরু থেকে রহস্য আর সাসপেন্সে মোড়ানো গল্পের প্লট। সেই সঙ্গে একটি খাবারের রেস্তোরাঁয় আগতদের জিম্মি করে গোলাগুলি ও নির্যাতনের ঘটনা। ইউটিউবে ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেন সিনেমাপ্রেমিরা। তারা মন্তব্যে জানান, ‘শনিবার বিকেল’ দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন।

ট্রেলার প্রকাশের আগে নির্মাতা জানান, সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী ‘শনিবার বিকেল’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে। আমেরিকা ও কানাডায় মার্চের ১০ তারিখে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’। এরপর পৃথিবীর অন্যান্য দেশে যাবে।

প্রায় চার বছর ধরে চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে নির্মাণে শুরু থেকে তুমুল আলোচনায় থাকা ‘শনিবার বিকেল’। সিনেমাটি মুক্তি নিয়ে কয়েক মাস ধরেই সরব দেশের চলচ্চিত্র কর্মীরা। গত ২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল কমিটি ‘শনিবার বিকেল’ নিয়ে শুনানি করে। সে সময় আপিল কমিটির এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘শনিবার বিকেল মুক্তিতে বাধা নেই’! এরপর থেকেই নির্মাতাও অপেক্ষায় আছেন সেন্সর বোর্ডের ছাড়পত্র’র জন্য। ট্রেলার প্রকাশ হলেও এখনও চূড়ান্ত সেন্সর মেলেনি শনিবার বিকেল’র।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং। অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ