Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নওগাঁর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে দুলাল হোসেন মৃধা (৪৪) নামের এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুলালকে ধরে নিয়ে যায়। দুলাল হোসেন মৃধা জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বতপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে দুলাল হোসেন গত মঙ্গলবার তার শ্বশুরবাড়ী ধামইরহাটের খয়েরবাড়ী গ্রামে বেড়াতে আসেন। বুধবার সকালে সীমান্ত এলাকার মেইন পিলার ২৬৮ এর সাব পিলার ৫এর নিকট ঘুরতে যায়। এক পর্যায়ে তারা সীমান্তের শূন্য রেখা পার হয়ে গেলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ছোবড়া সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে দুলাল হোসেনের সাথে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে আসতে পারলেও দুলালকে আটক করে। বিজিবি ১৪ ব্যাটালিয়ন পতœীতলার অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আলী রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান এঘটনায় বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ