Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোমতী নদীর তীরে জমায়েত হবে লাখো মুসল্লির মিলনমেলা

কুমিল্লায় আজ থেকে শুরু হচ্ছে আঞ্চলিক ইজতিমা

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে: ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীর পেরিয়ে এবার কুমিল্লার গোমতী নদীর তীরে লাখো ধর্মপ্রাণ মুসলমানের মিলনমেলা। শীতের হিমেল সকালে আম বয়ানের মধ্যদিয়ে কুমিল্লায় আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব। তাবলিগ জামাতের উদ্যোগে এই প্রথম কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো ইজতেমা। তিন দিনব্যাপী ইজতেমায় দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদগণ বয়ান করবেন। ইজতেমায় অংশ নেবেন কুমিল্লাসহ বিশ্বের অন্তত ১৫টি দেশের ৫ লক্ষাধিক মুসল্লি। আগামী শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।
প্রতিবছর জানুয়ারি মাসে ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৯০টি দেশের অন্তত ২০ লাখ মুসলিীর সমাগম ঘটে থাকে। এ বিপুল পরিমাণ মুসল্লির চাপ সামলানো কঠিন হয়ে পড়ায় গত কয়েক বছর ধরে টঙ্গীতে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের আলোচনাক্রমে এ বছর থেকে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৩২ জেলায় বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাকি ৩২ জেলা ২০১৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে। বিশ্ব ইজতেমায় অংশ নেয়া ৩২ জেলায় পরবর্তীতে অনুষ্ঠিত হবে আঞ্চলিক ইজতেমা। এ বছর অনুষ্ঠিত আঞ্চলিক ইজতেমা সম্পন্ন করা ৩২ জেলা অংশ নেবে ২০১৮ সালের বিশ্ব ইজতেমায়। তাবলিগ জামাতের এ রকম সিদ্ধান্তের আলোকে কুমিল্লায় আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তিনদিনের আঞ্চলিক পর্ব।  
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় গোমতী নদীর তীরে প্রায় ৮০ একর জায়গা জুড়ে ১৩ লাখ বর্গফুটের বিশাল প্যান্ডেলে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব। কয়েকদিন আগেই বিদেশী জামাতগুলো কুমিল্লার বিভিন্ন মসজিদে অবস্থান নিয়ে নগর গ্রাম গঞ্জে মুসল্লিদের ইসলামের দাওয়াত দিতে কাজ করে যাচ্ছেন। তাদের সাথে কুমিল্লা জেলা তাবলিগ জামাতের মুরুব্বিসহ অনেকেই কাজ করছেন। কুমিল্লায় ইজতেমা আয়োজনের সাথে সংশ্লিষ্টরা জানান, ‘এবারে ৩২ জেলায় বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় কুমিল্লাতেও হচ্ছে। কুমিল্লার ইজতেমায় ৫ লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। ইজতেমার মুসল্লিগণের জন্য পর্যাপ্ত টয়লেট, অজুখানা, গোসলখানা, খাবার পানির ব্যবস্থা ও মেডিক্যাল টিমের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় বিদেশী মুসল্লিগণের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় বিদেশী জামাতের মধ্যে সৌদি আরব, অস্ট্রেলিয়া, ভারত, মালোয়েশিয়া, ফিলিফাইন, লেবালন, জর্জানসহ প্রায় ১৫টি দেশের মুসল্লি অংশ নিচ্ছেন। মুসল্লিগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তিন দিনব্যাপী ইজতেমায় আল্লাহর ইবাদত বন্দেগি জিকির আসগার ও নবী রাসূলের ত্বরিকাসহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে দেশ বিদেশের ইসলামি চিন্তাবিদগণ কোরআন হাদীসের আলোকে বয়ান পেশ করবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ