বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার অফিস : প্রতি বছরের মতো কক্সবাজার বায়তুশ শরফে ফাতেহায়ে ইয়াজ দাহুম ও বার্ষিক মাহফিল উপলক্ষে গতকাল কক্সবাজার বায়তুশ শরফ মসজিদে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব হজরত মাওলানা তাহেরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা শাহ কুতুব উদ্দিন (মু. আ.)। প্রধান অতিথি পীর সাহেব হুজুর তার বক্তব্যে বলেন, আল্লাহর মর্জি হলে আগামী ৯ ও ১০ জানুয়ারি ২০১৭ বড়পীর হজরত আব্দুল কাদের জিলানীর স্মরণে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে ফাতেহায়ে ইয়াজ দাহুম ও মাহফিলে ইসালে ছওয়াব অনুষ্ঠিত হবে। এই মাহফিলে আগত মেহমানদের সেবা করা আল্লাহর মেহমানদের সেবা কারার শামিল। এভাবে সৃষ্টির সেবা করে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা যায়। শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় বায়তুশ শরফ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কাজ করে যাচ্ছে। তাই এই প্রতিষ্ঠান আজ গোটা জাতির দৃষ্টি আকর্ষণ করেছে। আগামী ৯ ও ১০ জানুয়ারি ২০১৭ মাহফিলের সম্ভাব্য দিন ধার্য করে মাহফিল সফল করার জন্য কক্সবাজারের সকল দ্বীনদার ইমানদারসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়।
প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন বায়তুশ শফর কমপ্লেক্সের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ সিরাজুল ইসলাম। এ সময় সভায় বায়তুশ শরফের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শুভাকাক্সিক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। আলহাজ সিরাজুল ইসলাম বলেন, মাহফিলে ইসালে ছওয়াব কক্সবাজারবাসীর জন্য রহমত স্বরূপ। এই রূহানী মাহফিলে সর্বস্থরের মানুষকে অংশগ্রহণ করার জান্য তিনি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।