Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে পাঠান শিঘ্রই মুক্তি পাবে-শাহরুখ খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশে পাঠান মুক্তি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কবে মুক্তি পাবে, এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং শাহরুখ খান। গত সোমবার দুপুরে টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ। সেখানে আবিদ শাহরিয়ার নামে এক বাংলাদেশী ভক্ত শাহরুখের উদ্দেশে লিখেছেন, বাংলাদেশের মানুষ আপনাকে কতটা ভালোবাসে, তা আপনি ধারণাও করতে পারবেন না। বিশেষ করে আমি অন্ধের মতো আপনাকে ভালোবাসি। আমি আপনাকে কতটা ভালোবাসি ও শ্রদ্ধা করি, তা আপনাকে বলে বোঝাতে পারব না। কবে আপনাকে বাংলাদেশে দেখতে পাব? শাহরিয়ারের এ অভিব্যক্তি প্রশ্নের উত্তর ঐ দিন বিকেলে দেন শাহরুখ। তিনি লিখেন, ‘আমাকে বলা হয়েছে, পাঠান শিঘ্রই সেখানে (বাংলাদেশ) মুক্তি পাবে।’ শাহরুখের এমন উত্তরে বাংলাদেশী ভক্তদের উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যায়। বিষয়টি নিয়ে টুইটার ছাপিয়ে ফেসবুকেও তুমুল আলোচনা চলছে। ইতোমধ্যে শাহরুখের সেই উত্তরের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ