Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্টার ওয়ার্স’-এ ফিরবেন না লিয়াম নিসন

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

স্পেস সাগা ‘স্টার ওয়ার্স’-এ জেডাই মাস্টার কোয়াই গন জিনের ভূমিকায় অভিনয় করেছিলেন লিয়াম নিসন। অভিনেতা জানিয়েছেন, এই চরিত্রে তিনি আর অভিনয় করবেন না। অভিনেতা পল রাডের সঙ্গে নিসন ‘ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ!’ অনুষ্ঠানে হাজির হয়ে ‘স্টার ওয়ার্স’ সিরিজে না ফেরার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। তার ফেরার ইচ্ছা আছে কী নেই জানতে চাইলে লিয়াম নিসন বলেন, ‘না, ফিরছি না। ‘স্টার ওয়ার্স’-এর অনেকগুলো স্পিন-অফ নির্মিত হয়েছে বা হচ্ছে। এর মূল্য আমার কাছে হালকা হয়ে গেছে। অদ্ভুতভাবে এর যে জাদু আর রহস্য ছিল তা হারিয়ে গেছে।’ ভ্যারাইটি জানিয়েছে ডিজনি+ সিরিজ ‘ওবি ওয়ান কেনোবি’তে তাকে একেবারে স্বল্পস্থায়ী একটি ভূমিকায় দেখা গেছিল, তাতে তিনি মাত্র দুই লাইনের সংলাপ আউড়েছিলেন। ‘স্টার ওয়ার্স’ সিরিজের ‘স্টার ওয়ার্স : দ্য ফ্যান্টম মেনেস’-এ তার সিরিজে অভিষেক হয়েছিল, ফিল্মটিতে তার চরিত্রটি নিহত হয়, তাতে তার ‘স্টার ওয়ার্স’ যাত্রায় ইতি ঘটে। অভিনেতা গত বছর কমিকবুক ডট কমকে জানান, এক শর্তে তিনি কোয়াই গন জিনের ভূমিকায় ফিরতে রাজি আছেন। সেটি হতে হবে ফিল্মে, টিভিতে নয়। টিভির বিষয় এলে আমি কিছুটা অহংকারী, স্বীকার করতেই হবে। আমি বড় পর্দা পছন্দ করি। বোঝেনই তো। বিশ্বাস করতে পারছি না কোয়াই গন জিন চরিত্রটি ২৪ বছর আগে করেছিলাম। বিশ্বাস করতে পারছি না সময় কী করে চলে গেছে। লন্ডনে ফিল্মটির শুটিং ছিল অসাধারণ অভিজ্ঞতা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ