Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-২ আসনের প্রথম এমপি নুরুল ইসলাম আর নেই

বিশ^নাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩১ পিএম

সিলেট-২ আসন দক্ষিণ সুরমা-বিশ্বনাথের প্রথম এমপি, মুক্তিযুদ্ধ সংগঠক ও জনতা পার্টির চেয়ারম্যান নুরুল ইসলাম খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে বর্ধক্যজনিত কারনে সিলেটে তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের শ্রীধরপুর গ্রামের মৃত ফিরোজ খান ও মৃত নুরুন নেছার ছেলে। ১৯৭৩ সালে সিলেট-২ বিশ্বনাথ-দক্ষিণ সুরমা আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য পদে নির্বাচীত হয়েছিলেন। তাঁর প্রথম জানাজার নামাজ আজ সোমবার বাদ আসর সিলেট দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। বাদ এশা বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা মাঠ ও রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে তৃতীয় জানাজার নামাজের পর গার্ড অফ অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ছেলে ২মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ