রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের তারাকান্দাকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের (আশ্রয়ন-২) আওতায় গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ ধাপে এসে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে উপজেলাটি। গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), ময়মনসিংহ মাহফুজুল আলম মাসুম। সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. ফজলুল হক। উল্লেখ্য যে, ময়মনসিংহের তারাকান্দাকে চতুর্থ পর্যায়ে এসে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করার লক্ষ্যে এই সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে তারাকান্দায় চারটি ইউনিয়ন (রামপুর, বালিখাঁ, কামারগাঁও, বানিহালা)-য় ১৫১ টি গৃহ নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনকে হস্তান্তর করা হয়েছে।তারাকান্দায় যৌথ কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাঁকন, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।