Inqilab Logo

শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

একটি পরিবারের কাছে শত শত মানুষ জুলুম নির্যাতনের শিকার

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইউনুস ফরাজী ও তার মেয়েসহ পুরো পরিবারের দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা এগারোটায় মহিপুর ইউনিয়নের সুধীরপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সুধীরপুর গ্রামের হারুনুর রশিদ, রশিদ খান, তৈয়বালী খান ও সত্তার মুসুল্লী। মানববন্ধনে সুধীরপুর ও কোমরপুর গ্রামের শত শত মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ইউনুস ফরাজীর জামাতা বনি আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করতে গিয়ে ওই এলাকার অনেক মানুষ তার হামলার শিকার হয়েছে। এছাড়া বর্তমানে তার মেয়েরা এলাকার মানুষের নামে ধর্ষণ মামলা দেয়ার হুমকি দিচ্ছে। তাই তারা এ জুলুম নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ