Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরুখের হাত ধরেই আল্লু অর্জুনের বলিউড অভিষেক

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পাঠানের সাফল্যে চূড়ান্ত। শাহরুখের হাত ধরেই বলিউডে অন্ধকার ঘুচল। তবে পাঠানের সাফল্য উন্নতির পথ দেখাচ্ছে বলিউডের আরও আসন্ন সিনেমাগুলিকে। প্রায় ৪ বছর পর বলিউডে প্রত্যাবর্তন হল শাহরুখের। তবে এখানেই শেষ নয়, গোটা বছর জুড়ে শাহরুখের কর্তৃত্ব বহাল থাকবে দেশের সিনেমা হল গুলি জুড়ে। কারণ জুনেই রিলিজ করছে, দক্ষিণী নির্মাতা অ্যাটলির জওয়ান। সেখানে দক্ষিণী নায়িকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধবেন বাদশা। না, চমকের এখানেই শেষ নয়! এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। কি চমকে গেলেন তাইতো? হ্যাঁ, ঘটনা একেবারেই সত্যি। ইতিমধ্যেই দক্ষিণের বহু তারকা বলিউডে ডেবিউ করেছেন, তেমনি দক্ষিণেও বলিউডের একাধিক তারকা অভিনয় করছেন। এবার দক্ষিণের নম্বর ওয়ান সুপারস্টারের দেখা মিলবে শাহরুখের সঙ্গে। রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুনকে জওয়ান ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। যদি সবকিছু পরিকল্পনা মতো হয়, তবে এই ছবির মাধ্যমেই বলিউড অভিষেক করবেন আল্লু। জওয়ান একজন অ্যাকশন ফিল্ম। ইতিমধ্যেই আল্লু অর্জুন পুষ্পা ২-এর শুটিং শুরু করেছেন। পুষ্পার প্রথম সংস্করণের মাধ্যমেই প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন আল্লু। সবকিছু ঠিক থাকলে জওয়ানে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে আল্লুকে। জওয়ানে আরও অভিনয় করেছেন প্রিয়মনি, বিজয় সেতুপতি। এদিকে আল্লু অর্জুন, পুষ্প দ্য রুল-এ তার দুর্দান্ত অভিনয়ের জন্য তুমুল প্রস্তুতি নিচ্ছেন, যা বক্স অফিসে প্রত্যাশা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। সুকুমার-পরিচালিত পুষ্পার প্রথম সংস্করণে স্টাইলিশ স্টারকে একজন সাহসী লরি চালকের ভূমিকায় দেখানো হয়েছিল। যেটি বিশ্বজুড়ে প্রায় হাজার কোটি বাজেট ছুঁয়েছিল। ছবিতে আরও অভিনয় করেছিলেন, ফাহাদ ফাসিল, রশ্মিকা মান্দানা, সুনীল এবং অনুসূয়া ভরদ্বাজ। তিনি পুষ্প দ্য রুল-এর সিকুয়েলেও রশ্মিকার সঙ্গে জুটি বাঁধবেন আল্লু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ